দৈনিক তালাশ.কমঃশহরের চর সৈয়দপুর এলাকার দূধর্ষ সন্ত্রাসী ফয়সাল ও মদনগঞ্জে সন্ত্রাসী মাসুম গং এর অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে নারায়ণগঞ্জ নদী বন্দর নিয়ন্ত্রনধীন কয়লাঘাট ফেরিঘাট ও শুল্ক পয়েন্ট’টি ইজারাদার তাইজুদ্দিন আহাম্মেদ। এর ধারাবাহিকতায় গত বুধবার ( ২ আগষ্ট) দুপুর দেড়টায় নৌসন্ত্রাসী ফয়সাল ও মাছুমগং শহরের কায়লাঘাটে ইজারাকৃত স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে ২ কর্মচারিকে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে। আহতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার সাইলোঘাট এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে শফিকুল (৩৪) ও একই এলাকার হালিম মিয়ার ছেলে সাগর (৩২)। এ ঘটনায় ভ’ক্তভোগী ইজারাদার তাইজুদ্দিন আহাম্মেদ প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সদর নৌথানা পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার নবীগঞ্জস্থ নূরবাগ এলাকার হাজী গিয়াস উদ্দিন মিয়ার ছেলে তাইজুদ্দিন আহাম্মেদ গত ২০২৩ ও ২০২৪ ইং অর্থ বছরে গত ১-৭-২০২৩ইং হইতে আগামী ৩০-৬-২০২৪ইং পর্যন্ত অর্থাৎ ৩৬৫ দিনের জন্য ১১ লাখ ৫০ হাজার টাকা, ১৫% ভ্যাট এবং ১০% ভ্যাট আয়কর বাবদ সমুদয় অর্থ বিআইডবিøউটিএ কাছে পরিশোধ করে ইজারা গ্রহন করি। অভিযোগের বাদী ঘাটের বৈধ ইজারাদার হওয়া পরও শহরে চর সৈয়দপুর এলাকার আলোচিত মৃত দৌলত মেম্বারের সন্ত্রাসী ছেলে ফয়সাল একই এলাকার জালাল মাদবর মিয়ার ছেলে বিজয় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ মৃত শাহআলম মিয়ার ছেলে নৌসন্ত্রাসী মাসুম একই এলাকার মৃত আহাম্মদ র্চাজেনের দুই ছেলে সবুজ ও ইব্রাহিমসহ অজ্ঞাত নামা আরো ৫/৭ জন সন্ত্রাসী আমাদের উল্লেখিত ঘাটের ইজারা উঠাতে দিচ্ছে না। উল্লেখিত সন্ত্রাসীরা পেশিশক্তি ব্যবহার ঘাটের টাকা উঠিয়ে নিচ্ছে। এ ব্যাপারে বিআইডবিউটিএ কাছে লিখিত ভাবে অবগত করি। এর ধারাবাহিকতায় গত বুধবার ( ২ আগষ্ট) দুপুর দেড়টায় নৌসন্ত্রাসী ফয়সাল ও মাছুমগং শহরের কায়লাঘাটে ইজারাকৃত স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে উল্লেখিত ২ কর্মচারিকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এ ব্যাপারে বিআইডবিউটিএ যুগ্ম পরিচালক (বন্দর) মোঃ শহিদ উল্ল্যাহ সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়ানি। অভিযোগটি সুষ্ঠ ভাবে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবসা গ্রহনের জন্য সংশ্লিস্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী ইজারাদার।