দৈনিক তালাশ.কমঃআদালতকে নিয়ন্ত্রন করে ফরমায়েশী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবায়দা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ আগষ্ট) বিকেল সাড়ে তিন টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশ হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহ-ধর্মীনি ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে এই শেখ হাসিনার নির্দেশে এবং আইন মন্ত্রনালয় থেকে প্রস্তুতকৃত রায় পাঠিয়ে বিচারককে দিয়ে যে ফরমায়েশী দেয়া হয়েছে সেই রায় বাতিলরের দাবীতে। আজকে দেশের এই চরম দুঃসময়ে, যখন দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং একটি স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য যখন দেশের আপামর জনসাধারণ জেগে উঠেছে সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য ঠিক সেই মুহূর্তে তারেক রহমানকে হটিয়ে দেয়ার জন্য ও জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য যে ফরমায়েশী রায় দিয়েছে সেটা কি নারায়ণগঞ্জ বাসী মানে ? এই মামলা দিয়ে তারেক রহমানকে দাবিয়ে রাখা যাবেনা।
তিনি আরও বলেন, ৭১ এর পূর্বে যে অবস্থা হয়েছিলো আজকেও সেই একই অবস্থা বিদ্যমান। এ সরকার একটি সিস্টেম চালু করেছে, ভোটের আগের রাতে তারা ব্যালট বাক্স পূর্ণ করে তাদের প্রার্থীকে বিজয়ী করে বিরোধী দলকে গুম, খুন, মামলা, হামলা করে ধ্বংস করার পায়তারা করছে। আজকে বিশ্ব নেতৃবৃন্দ ও দেশের মানুষ বুঝতে পেরেছে এ সরকারকে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপি সহ ৩৯ দল সাধারণ মানুষের পাশে রয়েছে। কয়েক দফা কর্মসূচী বাস্তবায়ন করে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, শ্রমিক নেতা ফারুক হোসেন, এস.এম আসাদ, বিএনপি নেতা ডাঃ মুজিবুর রহমান, মহানগর মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক দিলারা মাসুদ ময়না, যুবদল নেতা মাজহারুল ইসলাম যোসেফ, ওলামা দলের সভাপতি ওমর ফারুক, জাকির হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।