ঘারমোড়া প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন

 

দৈনিক তালাশ.কমঃ বন্দরে ঐতিহ্যবাহী ঘারমোড়া ওয়েল ফেয়ার এসোশিয়েশনের উদ্যোগে ঘারমোড়া প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৩ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ঘারমোড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও একই প্রতিষ্ঠানের ক্রিড়া সম্পাদক রমিজ উদ্দিন বুলেটের সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের প্রবীন সাংবাদিক জি.এম. মজনু, জাতীয় পার্টি নেতা মোঃ সেলিম মিয়া, বাঘা শরিফ, নুর ইসলাম ও ঘারমোড়া সেনপাড়া এলাকার সমাজ সেবক মোঃ সেলিম মিয়া ও চর-ঘারমোড়া এলাকার সমাজ সেবক ও জাপা নেতা মোঃ আলমগীর হোসেন প্রমুখ। ফাইনাল খেলায় রায়হান ফার্নিচারকে ৫ -৪ গোলে পরাজিত করে ইউ,কে ইউনাইটেড চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্জন করে। পরে উল্লেখিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *