দৈনিক তালাশ.কমঃবন্দরে ওয়াসার পানির লাইনের লিকেজ সারানোর কাজ করতে গিয়ে দেওয়ালের নিচে চাপা পড়ে রাসেল সাউদ (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) সকালে বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মেছের সাউদের ছেলে। এলাকাবাসী জানান, শুক্রবার সকালে বাড়ির ওয়াসার পানির পাইপে সমস্যা দেখা দিলে রাসেল তা মেরামত করতে যান। এ সময় ছাদের রেলিংয়ের দুর্বল অংশ ভেঙ্গে রাসেলের ওপর পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। যুবলীগ নেতা অকাল মৃত্যুতে উল্লেখিত এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।