নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচন দিতে হবে,কমিউনিস্ট পার্টি

দৈনিক তালাশ.লমঃবাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ শহরের ১৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে ৪আগষ্ট শুক্রবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে, আমলাপাড়া ও কালীরবাজারে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ১৩নং ওয়ার্ড শাখার সম্পাদক কমরেড আ: সোবাহান। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আ: হাই শরীফ, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিমল কান্তি দাস, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শাহানারা বেগম, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুজয় রায় চৌধুরী বিকু, জেলা কমিটির সদস্য কমরেড এম এ শাহীন, জেলা কমিটির সদস্য কমরেড দিলীপ কুমার দাস ও সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সদস্য কমরেড শুভ বনিক।

নেতৃবৃন্দ বলেন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ অবস্থায় চলে গেছে। এক দিকে চরম রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে শ্রমজীবী মানুষ তিনবেলা খাওয়ার জোগাড় করতে পারছে না। দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে শতভাগ, মানুষের আয় বাড়েনি। ডেঙ্গুজ্বরে মানুষ মারা যাচ্ছে কিন্তু সরকারি উদ্যোগে তার কোন প্রতিকার নেই। চিকিৎসা ব্যায় এত বেড়েছে শ্রমজীবী মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সারা দেশে গণতন্ত্র বিরোধী রাজনীতি চলছে। সভা সমাবেশে হামলা চালানো হচ্ছে। সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে উদ্যোগ নিচ্ছে না। ফলে দেশে রাজনৈতিক সহিংসতা বেড়ে চলেছে। আমরা অবিলম্বে এই পরিস্থিতির অবসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *