দৈনিক তালাশ.কমঃশুক্রবার,৪ আগস্ট,২০২৩ আওয়ামী লীগের উপর আঘাতের বিচার জনগন করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লগের প্রভাবশালী নেতা শামীম ওসমান।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘বিএনপির জামাত যে জ্বালাও পোড়াও করছে, আমি অবাক হয়ে গেছি এই পবিত্র আশুরার দিনেও কর্মসূচি দিয়েছে। এমন দিনে কর্মসূচি দিয়ে যে জ্বালাও পোড়াও হলো, আমার মনে হয় এগুলোর বিচারের আল্লাহই করবেন।’
তিনি আরও বলেন, ‘জ্বালাও পোড়াও যদি হয়, আবারো আগের কায়দায় যদি তারা যেতে চান; তাহলে আমাদের উপর আঘাত করলে আমরা পাল্টা আঘাত করবো না। দেশের জনগনের কাছে বিচার দিবো এবং আমার মনে হয় দেশের জনগনই এর সঠিক বিচার করবে। সেই বিচারের রায় আমরা ভোটের মাধ্যমেই করবো।’
এ সময় জেলা আওয়ামী লগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, শহর যুবলীগের সভাপতি সাহাদাৎ হোসেন ভুইয়া সাজনুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী সাথে ছিলেন।