দৈনিক তালাশ.কমঃফতুল্লায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূর আলম (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩ আগষ্ট) দেওভোগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নূর আলমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী নূর আলম (২৮)ও তার সহযোগীরা মিলে ভিকটিম ইশিকাকে অপহরণ করেন। অপহরণের পর ভিকটিমকে তারা ধর্ষণ করে নিজেরা আত্মগোপন করে পলাতক থাকে।
পরে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নূর আলমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।