তা‌রেক রহমান ও সহধ‌র্মিনী জোবায়দা রহমা‌নের বিরু‌দ্ধে রায় ও মিথ‌্যা মামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ

দৈনিক তালাশ.কমঃ বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান ও তার সহধ‌র্মিনী ডাঃ জোবায়দা রহমা‌নের বিরু‌দ্ধে অ‌বৈধ ফরমা‌য়েশী রায় ও মিথ‌্যা মামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল,স্বেচ্ছ‌সেবক দল ও ছাত্রদল।

বৃহস্প‌তিবার (৩ আগষ্ট) দুপু‌রে নগরীর খানপুর ৩’শ শয‌্যা হাসপাতা‌লের সাম‌নে এ বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
মহানগর যুবদ‌লের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তুর সভাপ‌তি‌ত্বে বি‌ক্ষোভ মি‌ছি‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি ও না‌সিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা এবং প্রধান বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি রা‌কিবুর রহমান সাগর।
এসময় প্রধান অতিথি আবুল কাউছার আশা তার বক্তৃতায় বলেন, এই ফরমায়েশী রায় মানি বা না মানি এটা এমনই একটা রায় হবে সেটা আমাদের কাম্য ছিলো। কারন অবৈধ একটি সরকারের কাছ থেকে, অবৈধ একটি প্রশাসনের কাছ থেকে,অবৈধ আদালতের কাছ থেকে বৈধ রায় আশা করা যায় না। যারা এই ফ্যাসিস্ট সরকারের অনুগামী তারা ছাড়া জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী তারা জানে এমনই একটা কিছু হবে। আমাদের এখানে যারা আছে তাদের অনেকেই বিভিন্ন মামলার সাথে জর্জরিত, অনেকের মামলার চার্জ গঠন হয়ে গেছে। আমাদের বিরুদ্ধেও এই ধরনের রায় আসবে। আমাদের সাজা হবে, আমরা জেল খাটবো।
তিনি আরও বলেন,গত ১৫ বছরে আমাদের এক একটা কর্মী সেনাবাহিনীর সদস্যদের মত হয়ে গেছে। দিন নেই রাত নেই আমরা গাছ তলায় থেকেছি,চিলে কোঠায় রাত কাটিয়েছি।আমার কষ্ট লাগে আমাদের প্রতিপক্ষ রাজনীতি করছেন যারা তাদের জন্য। গত ১৫ বছর তারা যে অন্যায়, অত্যাচার করেছে এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যখন এই সময়টা আপনাদের যাবে তখন পথ শেষ হবেনা কিন্তু আপনারা শেষ হয়ে যাবেন।আপনাদের জন্য দুঃখ হয়। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই,আপনাদের ঘরে সন্তান আছে,মা আছে।এই সন্তান আর মমতাময়ী মা আমাদের ঘরেও আছে।কিন্তু আপনারা যে অন্যায়-অত্যাচার আমাদের বিরুদ্ধে করছেন সেটা আল্লাহও সইবেনা। এখনো সময় আছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয় আর আমরাতো মানুষ আমরাও মাফ করে দেবো। আমরা কোন ধন-সম্পদ, ক্ষমতার জন্য লড়াই করছি না,করছি আপনাদের ভোটাধিকারের জন্য। এই লড়াইটা এতদিন ছিলো দলের এখন হয়ে গেছে দেশের। আমি আশাকরি আগামীর আন্দোলন সংগ্রামে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন।
মহানগর যুবদ‌লের সদস‌্য স‌চিব ম‌নিরুল ইসলাম সজ‌লের সঞ্চালনায় বি‌ক্ষোভ সমা‌বে‌শে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর। আরো উপ‌স্থিত ছি‌লেন,মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সি‌নিয়র সহ-সভাপ‌তি ফারুক আহ‌মেদ,সাংগঠ‌নিক সম্পাদক ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর ওয়া‌হিদুল ইসলাম ছক্কু, মহানগর যুবদ‌লের যুগ্ম আহ্বায়ক মোয়া‌জ্জেম হো‌সেন ম‌ন্টি,শা‌হেদ আহ‌মেদ,মহানগর ছাত্রদ‌লের সাধারন সম্পাদক রা‌হিদ ইস‌তিয়াক,মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের প্রচার সম্পাদক দুলাল হো‌সেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *