দৈনিক তালাশ.কমঃ০২ আগস্ট ২০২৩,পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাপ অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল ও সভাপতি পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নবম শ্রেণী বনাম অষ্টম শ্রেণী শিক্ষার্থীগণ। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানাসআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন পুলিশ সুপার,টাঙ্গাইল মহোদয়।
এ সময় মোঃ আবদুললাহ্ আল্ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল, আরআই পুলিশ লাইন্স, টাঙ্গাইল, পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলে অধ্যয়নরত সকল শিক্ষার্থী সহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।