দৈনিক তালাশ.কমঃ বন্দর স্টীল ইন্ডাস্ট্রিয়ালের ৩২ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল বিশাস ভঙ্গ করে আত্মসাত ও সহায়তা মামলায় উল্লেখিত প্রতিষ্ঠানের স্টোর কিপার মানিক চন্দ্র রায় (৪০)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গ্রেপ্তারকৃতকে বুধবার (২ আগষ্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত স্টোর কিপার মানিক চন্দ্র রায় নীলফামারী জেলার জলঢাকা থানার মৃত পলাশ চন্দ্র রায়ের ছেলে। বর্তমানে সে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় বসবাস করে আসছে। বুধবার (২ আগষ্ট) সকালে বন্দর থানার দেওয়ানবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় উল্লেখিত স্ট্রীল মিলের ম্যানেজার নুরুল ইসলাম মোল্লা বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।যার মামলা নং- ২(৮)২৩। এর আগে গত ২৭ জুলাই সকাল সাড়ে ৯টার পূর্বে যে কোন সময়ে উল্লেখিত প্রতিষ্ঠানে এ চুরি ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানাগেছে, সুদূর নীলফামারী জেলার জলঢাকা থানার মৃত পলাশ চন্দ্র রায়ের ছেলে ত স্টোর কিপার মানিক চন্দ্র রায় র্দীঘ ১৫ বছর ধরে বন্দর স্ট্রীল মিলে স্টোর কিপার হিসেবে কাজ করে আসছে। গত ২৬ জুলাই সন্ধ্যা ৬টায় স্টোর কিপার মানিক চন্দ্র রায় ডিউটি শেষ করে বাড়িতে চলে যায়।পর দিন ২৭ জুলাই সকালে সাড়ে ৯টায় অফিসে এসে প্রায় দেড় ঘন্টা পর উল্লেখিত স্টোর কিপার বন্দর স্ট্রীল মিলের মালিককে ফোন করে জানায় ফ্যাক্টরী স্টোর কিপার থেকে কপার মোল্ড টিউব যাহার ডায়া ১২০ /১২০ লম্বা ৮০০ মিলি সংখ্যা=৩৪ পিছ ও কপার মোল্ডা টিউব যাহার ডায়া ১১০/১১০ লম্বা ১০০০ মিলি সংখ্যা= ২৬পিছ পাওয়া যাচ্ছে না। পরে ২৭ জুলাই মামলার বাদীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা স্টোরের ভিতরে এসে দেখি উল্লেখিত মালামাল স্টোর কিপার নেই। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার নুরুল ইসলাম মোল্লা বাদী হয়ে স্টোর কিপারসহ আজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।