বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক তালাশ.কমঃ বন্দরে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেহনগর এলাকার মৃত মধু মিয়ার ছেলে শাহীনুর (৩৫) একই ওয়ার্ডের বন্দর শাহীমসজিদ এলাকার জনৈক মামুন পাঠানের বাড়ি ভাড়াটিয়া আইয়ুব আলী মিয়ার ছেলে পারভেজ (৪০) ও সোনাকান্দা এনায়েতনগর এলাকার সাবেক কাউন্সিলর হান্নানের বাড়ি ভাড়াটিয়া বিল্লাল হোসেন ওরফে জনি (৩০)। গ্রেপ্তারকৃতদের বুধবার (২ আগষ্ট) দুপুরে উল্লেখিত  মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে বুধবার (২ আগষ্ট) রাত সোয়া ৩টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আরিফ পাঠান বাদী হয়ে হয়ে গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১(৮)২৩। থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী র্দীঘ দিন ধরে ২২ নং ওয়ার্ডের বন্দর বাজার, বাড়ৈইপাড়া, রাজবাড়িসহ এর আশেপাশে এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। বন্দর থানার এসআই আরিফ পাঠান বন্দর ফাঁড়ি  জিডি নং-১৫ মূলে বন্দর বাজার এলাকায় জরুরি ডিউটি চালাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর শহীদ মিনারে সামনে অভিযান চালিয়ে এদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *