দৈনিক তালাশ.কমঃআকস্মিক বজ্রপাতে বন্দর উপজেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার ( ১আগষ্ট) রাতে এ ঘটনাটি ঘটে। এতে স্টেশনের টাওয়ার,বিপিএন রাউটার, মেইন সার্ভার,ক্লায়েন্ট সার্ভার,আইপিএস,সিসিটিভি,৩টি ছোট রাউটার সহ প্রায় ১২লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিটিসিএল কোম্পানীর গাফিলতির কারণে ৪০ ফুট উ” এ টাওয়ারের সঙ্গে আর্থিং না থাকার দরুন এ দুর্ঘনায় পতিত হয়। নির্বাচন অফিসের সার্ভার স্টেশনের প্রয়োজনীয় এসব মেশিনারীজ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় ভোটারদের জাতীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কাদির জানান,টানা ৩দিনের সরকারি ছুটি থাকায় অফিস বন্ধকালীন সময়ে আকস্মিকভাবে বজ্রপাতে সার্ভার স্টেশনের অপূরণীয় ক্ষতিসাধণ হয়েছে। এ থেকে সারিয়ে উঠতে কমপক্ষে ১৫দিন সময় লাগতে পারে। তবুও আমরা আলাদা ইন্টারনেট সংযোগ নিয়ে ভোটার বা সেবাপ্রার্থীদের প্রাথমিক কাজগুলো সেরে দিচ্ছি।