আমরা ফরমায়েশী রায়কে প্রত্যাখান করলাম,সেন্টু

দৈনিক তালাশ.কমঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশী রায়ের বিরুদ্ধে ও বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।বুধবার (২ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচ টায় নগরীর ডিআইটি জামে মসজিদ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে একটি ফরমায়েশী রায় আদালত কতৃক দেওয়া হয়েছে। আমরা এই ফরমায়েশী রায়কে প্রত্যাখান করলাম। মহানগর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই রায়কে প্রত্যাখান করলাম। তাই আসুন আমরা বজ্রকন্ঠে আওয়াজ তুলি, তারেক রহমানের রায়কে প্রত্যাখান করলাম। এ রায়কে বাতিল করতে হবে।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, আওলাদ হোসেন, মনোয়ার হোসেন শোখন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *