মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করলেন মহানগর ছাত্রলীগ

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ জেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক মরহুম এ.কে.এম শামসুজ্জোহা,ভাষা সৈনিক মরহুমা নাগিনা জোহা এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১লা আগস্ট) প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের কবরে জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নেতারা।

সংঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট এবং সাধারণ সম্পাদক রাসেল প্রধানের নেতৃত্বে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে তারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সহ-সভাপতি আনারুল হক, অনাবিল দাশ নির্ঝর, যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক ও সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান,ছাত্রলীগ নেতা ফরহাদ।

উল্লেখ্য সোমবার (৩১ জুলাই) আগামী এক বছরের জন্য ৬ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই কমিটি অনুমোদন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *