আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ সমাবশ ও মিছিল 

দৈনিক তালাশ.কমঃ অবিলম্ব ফ্যাসিবাদী আওয়ামী সরকার পদত্যাগ কর,সংসদ ভঙ্গ নির্দলীয় তদারকি সরকারর অধীন নির্বাচন নির্বাচন দিত হব

বিরাধী রাজনতিক কর্মকা দমন-পীড়ন-নির্যাতন বন্ধ কর

বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারর পদত্যাগ, সংসদ ভঙ্গ নির্দলীয় তদারকি সরকারর অধীন নির্বাচন, বিরাধী রাজনতিক কর্মকা দমন-পীড়ন-নির্যাতন বন্ধর দাবিত আজ বিকাল ৫ টায় বাসদ নারায়ণগঞ্জ জলা শাখার উদ্যাগ ২ নং রলগইট সমাবশ ও শহর বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদর নারায়ণগঞ্জ জলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবর সভাপতিত্ব সমাবশ বক্তব্য রাখন গার্মটস শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জলার সভাপতি সলিম মাহমুদ, বাসদ সানারগাঁ উপজলা শাখার সময়ক বলায়ত হাসন, ফতুল্লা থানা শাখার সদস্যসচিব এস এম কাদির, গার্মটম শ্রমিক ফ্রটর জলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।
নতবদ বলন, বর্তমান আওয়ামী সরকারর ফ্যাসিবাদী দুঃশাসন জনগণর জীবন চরম বিপর্যয় নম এসছ। মানুষ এই ফ্যাসিবাদী সরকারর শাসন থক মুক্তি চায়। ২০১৪ সাল ভাটারবিহীন নির্বাচনর মাধ্যম এবং ২০১৮ সাল গভীর রাত ভাট ডাকাতি কর সরকার ক্ষমতায় এস জনগণর বিরুদ্ধ অপশাসন চালিয় যাছ। দ্রব্যমূল্যর ঊর্ধগতিত মানুষর জীবন বিপর্যস্ত। অত্যাবশ্যকীয় পরিষবা বিল-২০২৩ এর নাম শ্রমজীবী মানুষর শষ অস্ত্র ধর্মঘট করার অধিকারও কড় নিছ। জনগণর বিক্ষাভ দমনর জন্য ডিজিটাল নিরাপত্তা আইনর মত নিবর্তনমূলক আইন জারি করছ। গুম, খুন, হামলা, মামলা নির্যাতন চালিয় যাছ।
নতবদ আরা বলন, আবারও ক্ষমতায় আসার জন্য বর্তমান সরকার তার অধীন নির্বাচনর নাম প্রহসন করত চাছ। ইতিমধ্য আরপিও সংশাধন কর ইসির ক্ষমতা খর্ব করা হয়ছ। নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা ধংস করা হয়ছ। দলীয় সরকারর অধীন য সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা ইতিমধ্য প্রমাণিত হয়ছ। ফল বর্তমান আওয়ামী সরকারক অবিলম্ব পদত্যাগ করত হব এবং নির্দলীয় তদারকি সরকারর অধীন নির্বাচন অনুষ্ঠান বাধ্য করত হব। নির্বাচন কালা টাকা, ধর্মর ব্যবহার বন্ধ কর সংখ্যানুপাতিক নির্বাচন ব্যব চালু করত হব।
নতবদ বলন, বর্তমান সরকারর প্রতি জনগণর কানা নই। তাই সরকার ভীত-স¿স্ত। তারা বিরাধী রাজনতিক আদালন দমন-পীড়নর পথ স্তব্ধ করত চায়। নতবদ এদশর ইতিহাসর কথা স্মরণ করিয় বলন, কান স্বরশাসকর শাসন চির¯ায়ী নয়। অতীত আইয়ুবশাহী এরশাদশাহীর যভাব পতন হয়ছ, দমন নির্যাতন করল এ সরকাররও একই পরিনতি হব।
নতবদ বর্তমান কর্তত্ববাদী আওয়ামী সরকারক পদত্যাগ বাধ্য করত রাজপথর লড়াইক জারদার করার জন্য জনগণর প্রতি উদাত্ত আহান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *