ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে দাপা ইদ্রাকপুর কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দেশীয় তৈরি একটি রামদা, একটি চাপাতি, একটি হাসুয়া, একটি কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর এলাকার সোবহান ম্যানেজারের বাড়ির ভাড়াটিয়া মরহুম মোবারক হোসেনের ছেলে জনু (৩২), দাপা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাজী আলামিনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল সাত্তারের ছেলে মামুন (২৩) ও একই থানার লালপুর মোচড়ের আলাউদ্দিনের ছেলে মো: সুমন (২০)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি করার জন্য পরামর্শ করছিল। ওই সময় ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক গিয়াস উদ্দিন একটি টিম নিয়ে ফতুল্লা মডেল থানার দাপা কবরস্থান সংলগ্ন পুকুরের দক্ষিণের খালি জায়গায় অভিযান চালিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ দৌড়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, ডাকাতির প্রস্ততিকালে পুলিশ ডাকাত দলের তিন সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। এ বিষয়ে পুলিশ মামলা দায়ের করেছে। ডাকাত দলের পলাতক অপর আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *