দৈনিক তালাশ.কমঃফতুল্লায় পুলিশ দেখে একটি কালো রংয়ের পালসার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল -১১-৪২৭০) রেখে দৌড়ে পালিয়ে গেছে দুই যুবক।শুক্রবার দুপুর বারোটার দিকে মুসলিম নগর এতিমখানা সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে।পরে পুলিশ মোটর সাইকেল টি জব্দ করে থানায় নিয়ে যায়।ফতুল্লা মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সানি জানান,নিয়মীত টইল ডিউটি করা কালীন সময়ে মুসলিম নগর এতিমখানার সামনে যাওয়া মাত্র দুই যুবক পুলিশ দেখে মোটর সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়।তারা পালিয়ে যাওয়া যুবকদের পিছু নিলেও ধরতে ব্যর্থ হন।পরে যুবকদের সন্ধান না পেয়ে এবং মোটর সাইকেলের প্রকৃত মালিকের সন্ধান না পেয়ে জব্দ করে থানায় নিয়ে আসা হয়।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান,মোটর সাইকেল এবং এর প্রকৃত মালিক ও পালিয়ে যাওয়া যুবকদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।