দৈনিক তালাশ.কমঃ গতকাল দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন গরুর হাট পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার,দোহার সার্কেল জনাব মো:আশরাফুল আলম।এসময় তিনি গরুর হাটের নিরাপত্তা পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত ক্রেতা-বিক্রেতা ও ইজারাদারদের সাথে মত বিনিময় করেন।সহকারী পুলিশ সুপার উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের অপরিচিত কারও দেয়া কোন খাবার খেতে নিষেধ করেন এবং অন্যান্য নিরাপত্তা নির্দেশনা দেন।এছাড়া ইজারাদারদের অতিরিক্ত হাসিল আদায় না করা,গরু নিয়ে টানাটানি না করা,পর্যাপ্ত আলো ও স্বেচ্ছাসেবক নিয়োগসহ প্রয়োজনীয় নির্দেশনা দেন।এসময় দোহার ও নবাবগঞ্জের অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,প্রতিটি গরুর হাটে সার্বক্ষণিক পুলিশের টিম দেয়া আছে,যে কোন জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।
আপনার ঈদ শুভ হোক,নিরাপদ হোক,হোক আনন্দময় এএসপি দোহার সার্কেল