দৌলতপুর থানার নবাগত ওসি সাথে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের শুভেচ্ছা বিনিময়

দৈনিক তালাশ.কমঃদৌলতপুর থানার নবাগত ওসি মোঃ রফিকুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করলেন শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি তরুণ সমাজ সেবক প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।আজ রাত ৮টার সময় দৌলতপুর থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে এ শুভোচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, দৌলতপুরের নবাগত সুযোগ্য অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম মহোদয় অত্যন্ত মানবিক ও ভালো মনের মানুষ।এসময় তিনি বলেন, ওসি সাহেব এর পাশাপাশি আমরা স্থানীয়দেরও কিছু দায়িত্ববোধ থাকা দরকার।আমি যা করি এবং করছি আমার দায়িত্ববোধ থেকেই করছি।তিনি বলেন ছোট বেলা থেকেই মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভাল লাগে।আমার জীবনে তেমন কোন চাওয়া পাওয়া নাই।এই খেটে খাওয়া মানুষগুলোর বিপদে আপদে পাশে দাড়াতে পারলেই খুশি।আমি সকলের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলিতে বেঁচে থাকতে চাই।আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য,প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম অসহায় ও হতদরিদ্রসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় আর্থিক দান করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।এছাড়াও উপজেলার মাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকে শিক্ষার মান উন্নয়ন হয়েছে।তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *