ফতুল্লায় এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

দৈনিক তালাশ.কমঃ ফতুল্লায় এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন (৪০) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন মুন্সিগঞ্জ জেলার সদর থানার ধলাগাও মাতবর বাড়ীর সিদ্দিক মাতবরের পুত্র।

মঙ্গলবার (২৭ জুন) ভোর রাত চারটার দিকে তাকে সাইনবোর্ডস্থ চাদঁনী গ্রান্ড কাবাব এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চাদঁনী কাবাব এন্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়কের উপর চাষাড়াগামী একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিনকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানায়, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

তিনি আরও জানান, মাদকের সাথে কোন প্রকার আপোষ নেই। মাদকের বিরুদ্ধে ফতুল্লা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *