রুপগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু 

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পুকুরে গোসল করতে নেমে তিন স্কুল শিক্ষার্থীর মৃত‍্যু হয়েছে। রবিবার (২৫ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

নিহত তিন শিক্ষার্থীরা হলেন-রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া,নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার,হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া। তারা সবাই উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।তাদের প্রত্যেকের বয়স ১০-১১ বছর।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন,তিন স্কুল শিক্ষার্থী এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।পরে তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।তারা কেউ সাঁতার জানেনা।এখনো লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি,প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *