ফতুল্লা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নুরে আযম মিয়া

দৈনিক তালাশ.কমঃ শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বিষয়টি লাইভ নারায়ণগঞ্জের কাছে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া।

জানা গেছে,মোহাম্মদ নুরে আযম মিয়া এর আগে বিমানবন্দর থানা,ধানমন্ডি এবং শ্যামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান,ফতুল্লা মডেল থানায় নতুন অফিসার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন নুরে আযম মিয়া।

এর আগে গত বছরের ১৫ মে ফতুল্ল মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক ওসি শেখ রিজাউল হক দিপু।চলতি বছরের ৮ জুন ফতুল্লা মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *