এড.খোকন সাহার সুস্থতা কামনায় মহানগর তাঁতী লী‌গের দোয়া মাহ‌ফিল

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক কর্মীবান্ধব নেতা এডভোকেট খোকন সাহার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জুন) বাদ আছর নগরীর কালির বাজারস্থ নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড.খোকন সাহার চেম্বারে তাঁতী লী‌গের আ‌য়োজ‌নে এ মিলাদ ও দোয়া মাহফিল।

এসময় দোয়া প্রার্থনা ক‌রে বক্তারা ব‌লেন,খোকন সাহা দাদা খুবই অসুস্থ ঢাকার স্কয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তিরত আছেন।আজকে আমাদের মহানগর তাঁতী লী‌গের সম্মেলন হওয়ার কথা ছিলো দাদা অসুস্থ্য থাকার কার‌নে সম্মেলনটি স্থগিত করা হ‌য়েছে।দাদা একজন মানবিক নেতা। বাংলাদেশ তাঁতী লী‌গ একটি সুসংগঠিত দল। দাদার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ্য হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ফারুক, দপ্তর সম্পাদক বিদ্যুত কুমার সাহা,মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক (সা‌হেদ),যুগ্ম আহ্বায়ক মকবু্ল হো‌সেন,বীর মু‌ক্তি‌যোদ্ধা খোর‌শিদ আলম,মাসুদুর রহমান,সি‌দ্ধিরগঞ্জ তাঁতী লী‌গের আহ্বায়ক লিটন আহ‌মেদ, আওয়ামী লীগ নেতা আক্তার হো‌সেন,এড.র‌মিজ উ‌দ্দিন, এনামুল হক সহ বি‌ভিন্ন ওয়া‌র্ডের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *