দৈনিক তালাশ.কমঃ সাংবাদিক নাদিম হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী ০৫ দিন রিমান্ডে প্রতিটি সাংবাদিক নির্যাতনের ঘটনায় ব্যক্তিগত মতভেদ ভুলে সাংবাদিক পেশার মান রক্ষার্থে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সম্মান ও সাংবিধানিক অধিকার অটুট থাকবে। পেশাদার সাংবাদিকদের অঙ্গীকার বদ্ধ হতে হবে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর মতো যেনো কোনো সহকর্মীকে না হারাতে হয়,মনে রাখতে হবে পেশাদার সাংবাদিকদের জীবনে বাধা বিপত্তি আসবেই হয়তো আজ আমার কাল অন্যজনের।আমরা সাংবাদিক সবাই সবাইর পরিবারের অংশ,আমার আপনার লেখনীর মাধ্যমে অন্যায় অবিচার হোক ধংস।