দৈনিক তালাশ.কমঃ শুক্রবার নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।তারিখ ২৩।০৬।২০২৩।সকাল ১১ টায় অনুষ্ঠানটি উদ্বোধন এডভোকেট খোকন সাহা।
পরে শান্তি পূর্ণভাবে দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে মিছিল নিয়ে শিল্পকলা একাডেমী থেকে দুই নং রেলগেট হয়ে চাষাড়া চত্বর ঘুরে মিছিল সমাপ্তি ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক শংকর কুমার দে।ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কর্মীবান্ধব নেতা শিখন সরকার শিপন।নারায়গনজ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু সুশীল দাস।