দৈনিক তালাশ.কমঃ শুক্রবার ( ২৩ জুন) বিকেলে দুই নং রেইল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন
প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ ও আওয়ামী লীগ একে অন্যের অপূরক। শেখ হাসিনার ঘাটি। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দূর্গ। তারপরও নারায়ণগঞ্জের মানুষ অনেকদিন নৌকায় ভোট দিতে পারছে না। আমি প্রথম দাবী করেছিলাম নৌকার প্রার্থী চাই নারায়ণগঞ্জ-৫ আসনে। পোস্টার লাগিয়েছিলাম বর্তমান এমপি তখন বলেছিলো।
তিনি আরও বলেন, আমার ছাত্র জীবনে দীর্ঘ ১৯ মাস কারাজীবন ভোগ করেছি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িত থেকেছি। আমি তো দাবী করতেই পারি নৌকার, আমি প্রার্থী হতেই পারি। মূল দাবী নারায়ণগঞ্জ ৫টি আসনে নৌকার প্রার্থী দিতে হবে, এটা আনোয়ার, মনোয়ার হোসেন বা আলী হোসেন যাকেই দেন।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল এর সভাপতিত্বে ও বন্দর থানা যুবলীগ এর সভাপতি হাবীব আল মুজাহিদ পুলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, উপ দপ্তর সম্পাদক মামুন গাজী, মহানগর আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দীন, ১৮নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর কবির হোসেন সহ প্রমুখ।