আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আনন্দ র‌্যালীর 

দৈনিক তালাশ.কম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। শুক্রবার (২৩ জুন) সকালে শহরের ২নং রেলগেটে অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলে গেছেন আমি যদি নাও থাকি যারা যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পরবে। দেশ স্বাধীন হওয়ার জন্য বঙ্গবন্ধু ভাষণ ছিল বড় হাতিয়ার। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক স্বাধীন মানচিত্র পাই।

আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি।

এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে।এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবীর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *