দৈনিক তালাশ.কমঃটাংগাইলে ২১ জুন ২০২৩খ্রি.টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভা সাধারণ নির্বাচন এর বিভিন্ন নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করেন জনাব জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক,টাঙ্গাইল ও জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল।এ সময় ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন মাননীয় পুলিশ সুপার মহোদয়। ভোটকেন্দ্রের আশে পাশের এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ’সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ সহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।