দৈনিক তালাশ.কমঃ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সছে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ২০ জুন মঙ্গলবার বেলা ১২ টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান’র সভাপতিত্বে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মেডিকেল অফিসার ডা. মাহবুব হোসেন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
বিশেষ অতিথি ছিলেন,বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব গাজী এমএ সালাম, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন, সাস্থ্য কমপ্লেক্স আরএমও ডা. তরিকুল ইসলাম প্রমুখ।