দৈনিক তালাশ.কমঃকর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ কারী পুলিশ সদস্যের পরিবারের অনুকূলে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ জনাব কর্তৃক প্রদত্ত নগদ অর্থ প্রদান করেন পুলিশ সুপার,টাঙ্গাইল
২০ জুন ২০২৩ খ্রি.পুলিশ সুপারের কার্যালয়,টাঙ্গাইল এর পুলিশ সুপারের অফিস কক্ষে পবিত্র ঈদুল আযহা-২০২৩ উপলক্ষে ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যেদের পরিবার’বর্গের অনুকূলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ মহোদয় কর্তৃক প্রদত্ত নগদ অর্থ তাদের উত্তরাধীকারীদের নিকট বিতরণ করেন সরকার মোহাম্মদ কায়সার,পুলিশ সুপার,টাঙ্গাইল।
এ সময় জেলা টাঙ্গাইল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসারগণ এবং ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যেদের পরিবার’বর্গের সদস্যগণ উপস্থিত ছিলেন।