দৈনিক তালাশ.কমঃসৈয়দপুরে থেকে সোমবার, ১৯ জুন ১২ কেজি গাঁজাসহ ১ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারের পর সোমবার এই তথ্য নিশ্চিত করেন গণমাধ্যমকে,গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের সৈয়দপুর ফকিরবাড়ির মৃত ফিরোজ মিয়ার ছেলে ৩৩ বছর বয়সী তাওলাদ হোসেন।জেলা পুলিশ জানান, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৮ জুন নারায়ণগঞ্জ সদর থানার পশ্চিম সৈয়দপুরের তাওলাদের বাড়ির সামনে থেকে ১২ কেজি গাঁজাসহ তাওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।