দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সম্মেলন ১৭ জুন শনিবার সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনকে নারায়ণগঞ্জে জেলা বিএনপির সভাপতি এবং গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আঃ সালাম আজাদ।
এদিকে সম্মেলনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা জোরদার করতে পুলিশের তিনটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছিল।
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন জানান, পরবর্তীতে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সর্বশেষ ২০০৯ সালের ২৫ নভেম্বর শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।