নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ১৮টি অস্থায়ী পশুর হাটের ইজারা আহবান করা হয়েছে। আগামী ২০ জুন দরপত্র আহ্বানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিনেই বেলা তিনটায় দরপত্র উন্মুক্ত করা হবে। দরপত্র বিক্রি শুরু ১৭ জুন থেকে। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে হাট পরিচালনা করতে হবে।
হাটগুলো হল- ১ নং ওয়ার্ড সি আই খোলা বালুর মাঠ,৩ নং ওয়ার্ড সানারপাড় লিথি গার্মেন্টস সংলগ্ন জনাব মৌলভী মো. ফজলুর রহমান এর খালি জায়গা, ৩ নং ওয়ার্ড মাদানী নগর ব্রীজ সংলগ্ন আল আমিন গার্মেন্টস এর পশ্চিম পার্শ্বের বালুর মাঠ, ৪ নং ওয়ার্ড তাজ জুট বেলিং কোং লিঃ এর পশ্চিম পাশের খালি মাঠ, ৪ নং ওয়ার্ড টাইগার ওয়ার রি-রোলিং মিলস এর মাঠ, ৫ নং ওয়ার্ড ওমরপুরস্থ সিদ্ধিরগঞ্জ বাজার রোডের পার্শ্বে জালাল উদ্দিন সাহেবের বালুর মাঠ, ৭ নং ওয়ার্ড নাভানা সিটির বালুর মাঠ, ৮ নং ওয়ার্ড গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলস এর খালি মাঠ (রেল লাইনের পশ্চিম অংশ), ৯ নং ওয়ার্ড জালকুড়ি উত্তর পাড়া দশ পাইপ সংলগ্ন মোতালিব বেপারীর বালুর মাঠ, ৯ নং ওয়ার্ড ওয়াপদা রোডের উত্তর পার্শ্বে হাসনাত হিরত আলী মসজিদ সংলগ্ন বালুর মাঠ, ১৯ নং ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের এর পেছনে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট, ২০ নং ওয়ার্ড সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গায়, ২১ নং ওয়ার্ড স্কুল ঘাট সংলগ্ন বালুর মাঠ, ২৩ নং ওয়ার্ড পূর্বপাড়া লতিফ হাজির মোড় সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা, ২৩ নং ওয়ার্ড আলী আহম্মদ চুনকা সড়কের কাবিলের মোড় সংলগ্ন জনাব কাশেম জামাল সাহেবের খালি জায়গা, ২৪ নং ওয়ার্ড কাইতাখালি জনাব গোলন্দাজ সাহেবের খালি জায়গা, ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ গুদাড়াঘাট সংলগ্ন খালি জায়গা (খেলার মাঠ ব্যতিত), ২৫ নং ওয়ার্ড খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা।এদিকে ইজারার আগেই বেশ কিছু হাট দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।