কাঁদো নারায়ণগঞ্জবাসী কাঁদো আজ ভয়াল ১৬ই জুন

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জে ভয়াল ১৬ই জুন ২০০১ সালের এই দিনে চাষাড়া শহীদ মিনার সংলগ্ন নবনির্মিত নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলায় সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

মৌলবাদী শক্তির আতংক জননেতা একেএম শামীম ওসমানকে হত্যার উদ্দেশে স্মরণকালের সবচাইতে ভয়াবহ ও কাপুরুষিত এ বোমা হামলা চালানো হয়।এতে ২০ জন মানুষ শাহাদত বরণ করেন।আহত হন অর্ধশতাধিক মানুষ

নিহতগনের নাম:১/সাইদুল হাসান বাপ্পী ২/আক্তার হোসেন ৩/মোশারফ হোসেন মশু ৪/নজরুল ইসলাম বাচ্চু ৫/দেলোয়ার হোসেন ভাষানী ৬/সাইদুর রহমান মোল্লা সবুজ ৭/নজরুল ইসলাম ৮/স্বপন চন্দ্র দাস ৯/শওকত হোসেন মোক্তার ১০/স্বপন দাস ১১/এনায়েত উল্লাহ্ স্বপন ১২/পলি বেগম ১৩/হালিমা বেগম১৪/আব্দুল আলীম ১৫/শুক্কুর আলী ১৬/নিধুরাম বিশ্বাস১৭/রাজিয়া বেগম ১৮/আব্দুস সাত্তার ১৯/আবু হানিফ নূরী ২০/অজ্ঞাত মহিলা,ভয়ানক বোমা হামলায় জননেতা শামীম ওসমান এমপিসহ জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান চন্দন শীল,যুবলীগ নেতা রতন দাস পঙ্গুত্ব বরণসহ আরও অনেকে দুর্বিসহ জীবন যাপন করছেন।জননেতা শামীম ওসমান অল্পের জন্য বেঁচে গেলেও এখনও বোমার স্পৃন্টার দেহে বহণ করে যন্ত্রণাদায়ক জীবন কাটাচ্ছেন।১৬ জুনের বোমা হামলাকারীদের বিচারের দাবী,শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থ জীবন কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *