দৈনিক তালাশ.কমঃ বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে ১৯৯৮ সালে আজাহার আলীকে (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এর আগেই ১৯৯৫ সালে ওই মামলায় একবার গ্রেফতারের পর জামিন নিয়ে পালিয়ে যান তিনি।
দীর্ঘ এই ২৮ বছর ধরে আজাহারকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে র্যাব-১২ বগুড়া ও র্যাব-৭ চট্টগ্রামের যৌথ অভিযানে ধরা পড়েন আজাহার আলী।
বুধবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার র্যাব-১২ বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
গ্রেফতার আজাহার আলী শিবগঞ্জ উপজেলার ছাতুয়া শালক গাড়ি গ্রামের মৃত জসমত আলীর ছেলে।
র্যাব জানায়, পারিবারিক বিরোধের জেরে ১৯৯৩ সালে আজাহার আলী তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় জাহানারার মামা আমজাদ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এক পর্যায়ে ১৯৯৫ সালে পুলিশ আহাজারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দুই মাস পর তিনি জামিনে বেরিয়ে বগুড়া ছেড়ে চট্টগ্রামে পালিয়ে যান।
চট্টগ্রামে আজাহার নিজের বাবার নাম পাল্টে আলাদা পরিচয়ে বসবাস করে আসছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি পরিবারের কোনো সদস্যের সঙ্গেও যোগাযোগ করেননি।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, দীর্ঘ ২৮ বছর পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় আজাহারকে গ্রেফতার করা হয়েছে।
আসামিকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।