দৈনিক তালাশ.কমঃ ফতুল্লা থানার এনায়েত নগর ইউ নিয়নের ৮ নং ওয়ার্ড মাসদাইর পাকাপুল এলাকা এখন মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।এখানে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ফেনসিডিলসহ প্রায় সকল প্রকার মাদক। অভিযোগ রয়েছে,স্থানীয় মাদকের গডফাদার জিলানী ফকিরের সেল্টারেই চলছে এ মাদক ব্যবসা।তার সেল্টারে তার সহযোগী নয়নগংরা মোটরসাইকেল যোগে মাদক পৌছে দিচ্ছে মাদকসেবিদের ঘরে ঘরে।এসব কিছুই স্থানীয়দের চোখের সামনে হলেও তাদের ভয়ে কেউ টু শব্দটিও বলতে পারছেনা।
খোঁজ নিয়ে জানা গেছে,মাদকের গডফাদার জিলানী বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে এসে আবারও বীরদর্পে শুরু করে মাদক ব্যবসা। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একধীক মামলা চলমান রয়েছে।মামলা থাকা সত্বেও জিলানী কোন খুটির জোরে এ মাদকের সাম্রাজ্য পরিচালনা করছে,তার নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।স্থানীয়দের কারো কারো মতে জিলানীর পিছনে রয়েছে এক অদৃশ্য কালো শক্তি।সেই শক্তির বলেই জিলানী মাসদাইরে মাদক ব্যবসা থেকে শুরু নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।তাই জিলানীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হওয়া প্রয়োজন বলেও মনে করেন এলাকাবাসী তারা জিলানীর মাদক ব্যবসা বন্ধে প্রশাসন তথা আইনশৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করছেন