কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার গোপন ছবি মেসেঞ্জারে শেয়ার করে যুবক গ্রেপ্তার

দৈনিক তালাশ.কমঃ ফতুল্লায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাবেক প্রেমিকার অন্তরঙ্গ মুহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের ম্যাসেঞ্জারে ছেড়ে দেয়ায় শামীম খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ফতুল্লার পশ্চিম তল্লা আজমেরীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম খান জামালপুর জেলার মেলান্দহ থানার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া বীর হাতিজা গ্রামের খানবাড়ীর আনোয়ার হোসেনের ছেলে। তারা বর্তমানে ফতুল্লার পশ্চিম তল্লা আজমেরীবাগ এলাকায় হাবিবের ভাড়াটিয়া বাসায় ভাড়া থাকেন। এঘটনায় মামলা করেছে তরুনী।

মামলায় উল্লেখ করা হয়, তরুনী তানজিনা আক্তারের (২৪), সাথে ৩ বৎসর পূর্বে শামীম খানের প্রেমের সম্পর্ক ছিল। এতে বিয়ের উদ্দেশ্যে তাদের মধ্যে গভির সম্পর্ক হয়। তখন শামীম তার মোবাইল দিয়ে দুজনের অন্তরঙ্গ মুহুর্তের অনেক ছবি তুলে রাখেন।

পরবর্তীতে দেখেন শামীম আরো একাধীক মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। এতে শামীমের প্রতি বিরক্ত হয়ে সমঝোতার মাধ্যমে তরুনী সম্পর্ক ছিন্ন করেন। এরপর দেড় বৎসর পূর্বে তরুনী একজনকে বিয়ে করেন।

বর্তমানে তার স্বামী বিদেশে রয়েছে। সম্প্রতি প্রায়ই সময় ফোন করে তরুনীকে উত্যক্ত সহ কু-প্রস্তাব দেয় শামীম। এতে রাজি না হওয়ায় পূর্বে তুলে রাখা অশ্লীল ও অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শেষে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *