দৈনিক তালাশ.কমঃ ২০০১ সালের ১৬ই জুন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী’র ২২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ই জুন) দুপুরে আল-আমিন নগর মসজিদ গলিতে খাজা বাবা আশেকানবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ বাপ্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন শহীদ বাপ্পী’র ছোট ভাই ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর কামরুল হাসান মুন্না।
এসময় আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শুক্কুর মাহমুদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, এ কাশেম, মনির হোসেন, সাগর সরকার, আব্দুল রাজ্জাক শিকদার, নিজাম প্রধান, ওমর আলী, মো:সেন্টু, মো:ইকবাল, মো:শাহআলম, মো:দুলাল দেওয়ান, মো: উজ্জল, সোহবান কাদরী সহ এলাকাবাসী।