দৈনিক তালাশ.কমঃ বন্দর থানা ২১ নং ওয়ার্ড স্কুল ঘাট সংলগ্ন নদীর পাড়ে হাত-পা বাঁধা ৯০ বছরের বৃদ্ধা মহিলার ১৫ দিন অতিবাহিত হলেও মিলছেনা পরিবারের খোঁজ। এমতাবস্থায় বৃদ্ধার পরিবারের পরিচয় সন্ধানে নেমেছে নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থা। নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার সবাই সরজমিনে গিয়ে জানতে পায়, বন্দর বাগবাড়ী এলাকার আফজাল হোসেন ঐদিন ফজর নামাজ শেষে নদীর পারে হাটছিলেন, স্কুল ঘাট সংলগ্ন আসলেই কে যেন হঠাৎ করে পা ধরে বাবা বলে চিৎকার করেন। গায়ে দুর্গন্ধ শরিরের বিভিন্ন স্থানে ঘা হয়ে যাওয়ায় কিছুটা ভয় পেলেও আবেগী হয়ে পরেছেন। আফজাল নিজেই স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় ভর্তি করান বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ১৪ই জুন রোজ বুধবার দুপুরে খবর পাওয়া মাত্র নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যান সংস্থার সাংবাদিকবৃন্দরা বাগবাড়ি জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে হাত-পা বেধে ফেলে যাওয়া বৃদ্ধার সার্বিক খোঁজ-খবর নেন এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যান সংস্থার সকলের একটাই চাওয়া তিনি যেন এই অসহায় বৃদ্ধাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন।