ফতুল্লায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

দৈনিক তালাশ.কমঃ মঙ্গলবার, ১৩ জুন নারায়ণগঞ্জ ফতুল্লায় ১৩ বছরের কিশোরী গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর ধরে পলাতক ইলিয়াস হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ গ্রেপ্তারকৃত ইলিয়াছ হোসেন সোনারগাঁ থানাধীন নয়াপুর পূর্বপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এএসপি মো. মোশারফ হোসেন।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভিকটিম (১৩) একজন গার্মেন্টস কর্মী। ২০০৪ সালের ১০ এপ্রিল ভিকটিম রাতে গার্মেন্টস থেকে বাসায় ফিরছিল।পথে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাইয়ুমপুরস্থ রহমান গার্মেন্টসের রাস্তায় পৌঁছালে ইলিয়াস তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিমকে পথরোধ করে মুখ চেপে ধরে এবং হাত-পা বেঁধে পাশের পিটালিপুল রহমান ডাইংয়ের পূর্ব পাশের আসামির ভাড়া করা মেসে নিয়ে যায়।একপর্যায়ে ভিকটিমকে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ২৩ মে আদালত ইলিয়াসসহ সঙ্গীয় অন্যান্য আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *