ভর্তুকিমূল্যে পাঁচ কেজি করে চালও কিনতে পারবে

দৈনিক তালাশ.কমঃ ধতেল,ডাল ও চিনির পাশাপাশি আগামী মাস অর্থাৎ জুলাই থেকে ভর্তুকিমূল্যে পাঁচ কেজি করে চালও কিনতে পারবে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবার।
মঙ্গলবার (১৩ জুন) তেজগাঁওয়ের কলোনি বাজারে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে জুন মাসে টিসিবির
পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তবে কত টাকা দরে এই ৫ কেজি চাল বিক্রি করা হবে, তা উল্লেখ করেননি মন্ত্রী।
তিনি বলেন, আগামী মাস থেকে ভর্তুকিমূল্যে ৫ কেজি করে চালও কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।
এছাড়া টিসিবির বিক্রয় কার্যক্রমে অনিয়ম-অস্বচ্ছতা দূর করতে ভেন্ডর পর্যায়ে ফ্যামিলি কার্ড ডিজিটালাইজেশনের কাজ শুরু হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১৯ মাস পর এবার সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে।আর ভোক্তাদের স্বস্তি দিতে দাম আরও কমানোর কথা ভাবছে সরকার।এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘কমতির দিকে থাকা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সয়াবিন তেলের দাম আরও কমানোর কথা ভাবছে সরকার। এছাড়া উচ্চমূল্যের নিত্যপণ্যের বাজারে যেন কোনোভাবে অসাধু ব্যবসায়ীরা তৎপর হতে না পারে তা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন মন্ত্রী ও বাণিজ্য সচিব।জুন মাসে বিক্রয় কার্যক্রমে সর্বোচ্চ ১ কেজি চিনি,২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১০০ টাকায় বিক্রি করা হয়েছে। এতদিন প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করত টিসিবি।
তবে আগের দামেই বিক্রি হচ্ছে মসুর ডাল ও চিনি। প্রতি কেজি চিনি ৭০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *