দৈনিক তালাশ.কমঃ বন্দরে ১০১ পুঁড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী জনী গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গ্রেপ্তার কৃতকে সোমবার (১২ জুন) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।এর আগে গত রোববার (১১ জুন) রাত ৯টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের চিতাশাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জনী বন্দর থানার দক্ষিন স্বল্পের চক এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আমজাদ হোসেন মিয়ার ছেলে।মাদক উদ্ধারের ঘটনায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-১৮(৬)২৩।জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আতাউর রহমান জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জনী দীর্ঘ দিন ধরে বন্দরে স্বল্পের চক, চিতাশালসহ বিভিন্ন এলাকায় অবাধে হেরোইন ব্যবসা চালিয়ে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে বন্দর চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে ১০১ পুড়িয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।