দৈনিক তালাশ.কমঃ শহরের জামতলাস্থ ঈদগাহ মাঠের সামনে থেকে চোরাই পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১৭-৭৪১৩) সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলো ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার কুতুবখালী বড় মাদ্রাসার আনোয়ার ব্যাপারী ওরফে ফজলুল হকের পুত্র মোক্তার ওরফে অভি (২৫) ও একই জেলার দোহার থানার মোকছেদপুরের খালেক ব্যাপারীর পুত্র আব্দুর রহিম (২৬)।
রোববার রাত বারোটার দিকে তাদের কে ফতুল্লা মডেল থানার জামতলা ঈদগাহ মাঠ সংলগ্ন ঢাকা- নারায়নগঞ্জ সড়কের উপর থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে একটি চোরাই পিকআপ গাড়ি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা যায়, রোবাবার রাত বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আশিক ইমরান, সহকারী উপপরিদর্শক মো. আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার জামতলা ঈদগাহ মাঠ সংলগ্ন ঢাকা-নারায়নগঞ্জ সড়কে অভিযান চালিয়ে একটি চোরাই পিকআপ গাড়ি সহ অভি ও রহিম কে আটক করে।
গ্রেপ্তারকৃত অভির বিরুদ্ধে চুরি, ছিনতাই, হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।