দৈনিক তালাশ.কমঃ মাদারীপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ এ ঘটনায় রোববার বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। পরে প্রধান অভিযুক্ত বাবু সরদারকে গ্রেফতার করে আজ সোমবার (১২ জুন) দুপুরে আদালতে পাঠায় প্রাথমিক ভাবে ধর্ষণের সত্যতা পেয়েছে পুলিশ।গ্রেফতারকৃত বাবু সরদার (২০) মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে।বাবুর সহযোগিরা হলো,একই এলাকার মৃত লুৎফর মোড়লের ছেলে শাহীন মোড়ল (৩৫), সৈকত মাতুব্বরের ছেলে রাসেদ মাতুব্বর (৩৫) ও মৃত আরিফ চৌকিদারের ছেলে জিয়া চৌকিদার (২৭)।পুলিশ,মামলার সংক্ষিপ্ত এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী।বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত বাবু তাঁকে প্রায় কুপ্রস্তাব দিতেন। গত শুক্রবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে বাড়ির বাইরে বের হলে আগে থেকে উৎ পেতে থাকা বখাটে বাবু সরদার তার সহযোগিদের নিয়ে মেয়েটিকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি নির্জণ স্থানে নিয়ে যায়।
পরে ওই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে বাবু।একপর্যায়ে শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে বাবুর বন্ধুরা মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিয়ে পালিয়ে যায়।পরে ঘটনা জানাজানি হলে রোববার নির্যাতিতাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান বলেন,প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা মিলেছে।এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে বাবু সরদারকে প্রধান করে ৪ জনের নামে সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।পরে মামলা রেকর্ড হলে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।