ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দম্পতির বাসার গ্রিল কেটে ডাকাতি

দৈনিক তালাশ.কমঃ ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দম্পতির বাসার গ্রিল কেটে ঢুকে

একটি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার মধ্যরাতে কেরানীগঞ্জের আটি নিমতলী ছোট বাওয়াল এলাকায়।অসুস্থ হওয়া দুজন শিক্ষার্থী হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক শেষ করা ২৪ বছর বয়সী নাসরিন সুলতানা মনি
ও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও গণমাধ্যম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ২৪ বছরের এরশাদ আবির।
ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে, ডাকাতির আগে পরিবারের দুজন কোনো এক ভাবে চেতনানাশক ওষুধ মেশানো বিরিয়ানি খেয়ে অচেতন হয়ে পড়েন।
ডাকাতরা রান্নাঘরে রাখা খাবারে এই চেতনানাশক মিশিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই খাবার খেয়েই দুজন অচেতন হয়ে পড়েন।
অসুস্থ হওয়ার খবর পেয়ে ওই দম্পতিকে তার পরিবারের লোকজন ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
জানা যায় বাড়িটি নাসরিনের বাবার।গত মাসের ৮ তারিখ নাসরিন ও আবিরের বিয়ে হয়। আবির ময়মনসিংহ থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।
রাতে নাসরিনের মা মেহেরুন্নেসা তাদের জন্য বিরিয়ানি রান্না করেন।
এরপর নাসরিনের মা মেহেরুন্নেসা এবং তার ছোট বোন তনু বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েন এবং রান্নাঘরে নাসরিন এবং এরশাদের জন্য বিরিয়ানি রেখে দেন।
তাদের পরিবার জানায়, রাত ১১ টার দিকে রান্নাঘর থেকে বিরিয়ানি এনে খান নাসরিন ও আবির। এর পরে তারা অসুস্থ অনুভব করেন।
এক পর্যায়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে গ্রিল কেটে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত ঘরে ঢোকে।
তখন নাসরিনের মা ও ছোট বোন ঘুম ডাকাতদের দেখে ফেললে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
এরপর আলমারি,শোকেস ভেঙে ৪-৫ লাখ টাকা কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এক পর্যায়ে তারা ভাঙা গ্রিল দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের অন্য স্বজনরা তাদের বাসায় যায় বলে জানা গেছে।
ভুক্তভোগী এরশাদ আবির বলেন, মানিব্যাগে ২৫ হাজার টাকা ও ২টি পেনড্রাইভ ছিল। সেগুলোও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রান্না ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা প্রথমে বিরিয়ানিতে চেতনানাশক ছিটিয়ে রেখে দিয়েছিল বলে ধারণা তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *