দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের রূপগঞ্জের সোহেল রানা নামের এক ছাত্রলীগ কর্মীকে রাস্তা থেকে ধরে নিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।এসময় আহতর স্বজনেরা গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিনকে গ্রেপ্তারের দাবি জানান। রোববার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গনে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আহত সোহেল রানা (২৪) রূপগঞ্জ উপজেলার বলাইখা গ্রামের জজ মিয়ার ছেলে। তিনি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদের অনুসারী।
মানববন্ধনে রানার বড়বোন স্মৃত্বি আক্তার বলেন, গত ৭ জুন দুপুরে বলাইখা বাজারে যাওয়ার পর পথে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিনসহ তার লোকজন রানাকে রাস্তায় পেয়ে রানাকে ধরে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। যখন রানাকে আঘাত করছিলো তখন সে এলাকাতে পুলিশ ছিলো কিন্তু হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ার রানাকে উদ্ধার করতে পারেনি।
দুই গ্রামের মধ্যে চলা বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় জানিয়ে স্মৃত্বি বলেন, বলাইখা গ্রামের এক লোকের জমি নিয়ে মতুর্জাবাদ গ্রামের আরেক জনের সাথে বিবাধ চলছিলো। এ নিয়ে শালিস হলে সেখানে মারামারি হয়। এর জের ধরে রানাকে বলাইখা এলাকায় একা পেয়ে কুপিয়ে রক্তাক্ত করে।
আহত ছাত্রলীগ কর্মী রানার বাবা সাংবাদিকদের বলেন, ছেলেকে হত্যার চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করেছি কিন্তু আসামী গ্রেপ্তার হয়নি। বরং বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাইছি এই মানববন্ধন করে। আসামিরা যাতে দ্রুত গ্রেপ্তার হয় সে দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহামেদ, ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী, সাকিব হোসন ও রাজিব আহামেদসহ আরও অনেকে।