দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আন্দিরপাড় এলাকায় গত ০৭/০৪/২০২১ইং তারিখে চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার ৩নং এজাহার ভুক্ত আসামি শাহাজালাল
(৫২) কে দীর্ঘদিন পলাতক থাকার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নারায়ণগঞ্জ (র্যাব)-১১ এর একটি আভিযানিক দল ১১জুন সিদ্ধিরগঞ্জ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ইউপি ২নং ওয়ার্ড আন্দিরপাড় এলাকার মৃত মোসলেম মিয়ার বড় ছেলে শাহাজালাল।
সূত্রমতে জানা যায়, মদনপুর ২নং ওয়ার্ডের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ জুয়েল সৌদি প্রবাসি জুয়েল ছুটিতে দেশে বিবাদী
(১) আলিম (৪০) (২) মোঃ টিটু (৪২) (৩) শাহাজালাল (৪) সেলিম (৫) ইলিয়াস (৬)মোঃ ডালিম (৭) মহসিন(৮) গংদের ড্রেজার ব্যবসার করার জন্য ১লক্ষ টাকা প্রদান করেন। সে টাকা ফেরত চাওয়া কে কেন্দ্র করে বিবাদীরা প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে চলে যায়।
তার কিছুদিন পর ০৭/০৪/২০২১ইং তারিখে জুয়েল ডেকে নিয়ে প্রকাশ্যে
(১) আলিম (৪০) (২) মোঃ টিটু (৪২) (৩) শাহাজালাল (৪) সেলিম (৫) ইলিয়াস (৬)মোঃ ডালিম (৭) মহসিন(৮) গংরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে প্রবাসী জুয়েল ও সোহেল মেম্বারের উপর হামলা করে নৃশংসভাবে জুয়েল কে হত্যা করে রেখে পালিয়ে যায়।
চাঞ্চল্যকর হত্যার ঘটনার পর ০৮/০৪/২০২১ইং বন্দর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। হত্যা মামলার ৮জন আসামির মধ্যে শাহাজালাল (৫২)অন্যতম ৩নং আসামি ঘটনার পর বাকি আসামিরা নারায়ণগঞ্জ কোর্টে আত্মসমর্পণ করে জামিনে এসে মামলার বাদি সোহেল মেম্বার কে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান সহ মিথ্যা মামলায় আসামি করে। এবং এজাহার ভুক্ত ৩নং আসামী শাহাজালাল (৫২) অদৃশ্য শক্তির বলে দীর্ঘদিন পলাতক থাকে।
হত্যা মামলাটি বন্দর থানা,নারায়ণগঞ্জ ডিবি পুলিশ ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়। এতদিন পেড়িয়ে গেলেও ৩নং আসামি শাহাজালাল গ্রেফতার না হওয়ায় নিহত জুয়েলের পরিবার আতঙ্কে ছিলো। গত ১১/০৬/২০২৩ইং তারিখে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা হতে
নারায়ণগঞ্জ র্যাব১১ একটি আভিযানিক দল এই পলাতক আসামীকে গ্রেফতার করায় কিছুটা আসার আলো দেখছে নিহত সৌদি প্রবাসী জুয়েলের পরিবার।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নারায়ণগঞ্জ (র্যাব)-১১ এর উপঅধিনায়ক মেজর সানরিয়া চৌধুরি জানান মদনপুরে জুয়েল হত্যার ৩নং এজাহার ভুক্ত আসামী শাহজালাল কে আমাদের একটি অভিযানিক টিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ সিআইডির এএসপি জাহাঙ্গীর হোসেন জানান আমরা মদনপুরে জুয়েল হত্যার ৩নং আসামী শাহাজালাল কে র্যাব-১১ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে।আসামির রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।