দৈনিক তালাশ.কমঃএর আগে,শুক্রবার রাতে ভুক্তভোগীর দাদি বাদী হয়ে থানায় মামলা করেন পরে অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে ঘটনা সূত্রে জানা যায় জীবিকার তাগিদে ভুক্তভোগীর মা-বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। এ জন্য সে তার দাদির কাছে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে।
ভুক্তভোগী প্রায়ই নুরুল ইসলামের বাড়ির পাশ দিয়ে পারিবারিক কেনাকাটা করতে বাজারে আসা-যাওয়া করত।সে সুবাদে নুরুল ফুসলিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন বলেন,স্কুলছাত্রীর দাদির লিখিত অভিযোগ পেয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা রেকর্ড করাহয় পরে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।একইসঙ্গে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।