দৈনিক তালাশ.কমঃ আজ ১০.০৬.২৩ ইং তারিখে দোহার থানায় বিশেষ ট্রাফিক অভিযানে ১৪ টি মোটরসাইকেল,৩ টি বালুর গাড়ি (পিকাপ) ৩ টি কাভার্ড ভ্যানকে ড্রাইভিং লাইসেন্স না থাকা,হেলমেট না থাকা,মোটরসাইকেলে ৩ জন ওঠা ট্রাফিক আইন না মেনে অতিরিক্ত গতিতে ঝুকিপূর্ণভাবে ড্রাইভ করা,ট্রাফিক সিগন্যাল অমান্য করা,গাড়িতে শিশুশ্রমিককে সহকারী হিসেবে রাখাসহ বিভিন্ন কারণে মামলা ও মোট ২৩,৫০০/-টাকা জরিমানা করা হয়েছে।এসময় বৈধ কাগজপত্র না থাকায় ৪ টি মোটরসাইকেল আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলম এর নেতৃত্বে দোহার থানার অফিসার ইনচার্জ জনাব মো: মোস্তফা কামাল,ইন্সপেক্টর তদন্ত জনাব মো: আজহারুল ইসলাম,টিআই রাসেল আহমেদসহ দোহার থানা ও ট্রাফিক বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্মানিত নাগরিকবৃন্দ,আপনারা কেবল পুলিশের অভিযান বা আইনের ভয়ে নয় বরং নিজের ও অপরের জীবন-সম্পদ রক্ষায় ট্রাফিক আইন মেনে চলুন,মোটরসাইকেল চালনা করলে বা আরোহী হলে হেলমেট পরিধান করুন, বৈধ কাগজপত্র সাথে রাখুন দোহার ও নবাবগঞ্জে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।