বন্দর ইউনিয়ন আ’লীগের ৯টি ওয়ার্ডের কর্মীসভা আমরা আওয়ামী পরিবারের সদস্য এটাই সবচেয়ে বড় পরিচয়

দৈনিক তালাশ.কমঃ বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১০ জুন) বিকেল ৪টায় বন্দর উপজেলার কুশিয়ারাস্থ আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি কর্মী সভায় প্রধান অতিথি বক্তেব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ এম.এ রশীদ বলেন, পদ পদবী বড় কথা না। আমরা সবাই আওয়ামী পরিবারের সদস্য এইটাই সবচেয়ে বড় পরিচয়। অনেকের অনেক কষ্ট থাকতে পারে। সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বন্দর ইউনিয়ন আওয়ামীলীগকে আরো গতিশীল করার জন্য আগামী ১৭ জুন বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। আপনারা দলকে চাঙ্গা করার জন্য দলের পরিক্ষিতদের মূল্যায়ন করবেন।
বন্দর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফজল করিমের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জেলা সাধারন সম্পাদক এডঃ আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ কাজিম উদ্দিন প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রাথী মোঃ পনির হোসেন, নূরজামান, সাধারণ সম্পাদক এডঃ তাজুল ইসলাম, এডঃ জাহাঙ্গীর ও আলমগীর হোসেনসহ বন্দর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *